চকরিয়ায় নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি করায় ভ্রাম্যমাণ আদালত জরিমানা

রাজু দাশ, চকরিয়া ◑
কক্সবাজার জেলায় প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রামণের ঝুকি বেশি রয়েছে। এমন খবরে চকরিয়ায় মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরে।
এতে ভাইরাসকে পুঁজি করে এক শ্রেনীর ব্যবসায়ীরা নিত্যপন্যের মূল্য বৃদ্ধি করায় ভ্রাম্যমান আদালত মাধ্যমে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার ২০ মার্চ চকরিয়া চিরিংগা বাজারসহ বেশ কয়েকটি স্থানে অতিরিক্ত দামে নিত্যপন্যে বিক্রি শুরু করা হলে ক্রেতারা বিষয়টি উপজেলা প্রশাসনকে  অবহিত করেন।
এ খবর পেয়ে তাৎক্ষনিক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর হোসেন ও থানা পুলিশের সার্বিক সহযোগীতায় নিত্যপন্যের দাম নিয়ন্ত্রনের জন্য জরুরী ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় কেজি প্রতি ৬০ থেকে ৭০ টাকা করে বিক্রির দায়ে রিয়াজ স্টোরের দোকানের মালিক থেকে ১০ হাজার এবং আবু কালাম স্টোরের মালিক ব্যবসায়ী থেকে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। এ ছাড়া একটি চালের দোকান থেকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কয়েকটি দোকান সহ ৪৫ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে জরিমানা করা হয়েছে।
এ ব্যপারে কমিশনার (ভূমি) মোঃ তানভীর হোসেন বলেন, কোন ব্যবসায়ী করোনা ভাইরাসকে কেন্দ্র করে যদি নিত্যপন্যের দাম বৃদ্ধি করেন তাদের বিরুদ্ধে আইনগত ভাবে আরো কঠিন ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর