লোহাগাড়া প্রতিনিধি ◑
লোহাগাড়ায় রাজ মহল কমিউনিটি সেন্টারে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (২০ মার্চ) ভ্রাম্যমান এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো: তৌছিফ আহমেদ।
জানা যায়, শুক্রবার সকালে রাজ মহল কমিউনিটি সেন্টারে অভিযান চালিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে ভ্রাম্যমান আদালত। এ সময় কমিউনিটি সেন্টারের ম্যানেজারকে মো: আইয়ুব আলীকে আটক করা হয়।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো: তৌছিফ আহমেদ জানান, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী নির্দেশনা মোতাবেক বৃহস্পতিবার হতে কমিউনিটি সেন্টার বন্ধের নির্দেশ থাকলেও তা অমান্য করে কমিউনিটি সেন্টার গুলো চালু রেখে বিবাহ অনুষ্ঠান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে রাজ মহল কমিউনিটি সেন্টারে অভিযান চালিয়ে আটক ব্যক্তিকে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-