কক্সবাজারে ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়ানুষ্ঠান বন্ধ ঘোষণা

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

করোনা ভাইরাস (COVID-19) প্রতিরোধ করতে ওয়াজ মাহফিল, তীর্থযাত্রাসহ সব ধরনের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়ানুষ্ঠান বন্ধ ঘোষনা করেছে কক্সবাজারের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। এই ঘোষনা শুক্রবার ২০ মার্চ থেকে কার্যকর করা হয়েছে। কেউ এ নির্দেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে হুশিয়ারি দেওয়া হয়েছে।

এবিষয়ে শুক্রবার ২০ মার্চ সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার জেলা প্রশাসনের নিজস্ব ফেসবুকে পেইজে একটি পোস্ট দেওয়া হয়েছে।

আরও খবর