ডেস্ক রিপোর্ট ◑ করোনা সচেতনতায় থানার সামনে হাত পরিষ্কার করার ব্যবস্থা করেছে উখিয়া থানা পুলিশ। থানার কর্মরত পুলিশ সদস্য ও সেবাপ্রার্থীদের হাত ধুয়ে থানায় প্রবেশ করতে হবে বলে পুলিশের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে থানা কর্তৃপক্ষ এ উদ্যোগ বাস্তবায়ন করে। এরপর থেকে সবাই হাত ধুয়ে প্রবেশ করছে থানায়।
এবিষয়ে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন আওয়ামিলীগ এর সভাপতি এম এ মনজুর বলেন সাধারণত মানুষ সবসময় হাত পরিষ্কার পরিচ্ছন্ন করে না,যে সব ব্যাংক সহ অন্য অন্য সরকারি প্রতিষ্ঠান খোলা রয়েছে সবখানে বসানো জরুরী বলে মনে করি। থানা পুলিশের এ উদ্যোগের ফলে সকলে সচেতন হতে পারবে। করোনা রোগের ভাইরাস সংক্রমণ কমাতেও এটি ভূমিকা রাখবে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মর্জিনা আক্তার বলেন, করোনা সচেতনতায় এখন থেকে থানায় প্রবেশ করতে গেলে সকলকে হাত পরিষ্কার করতে হবে। এতে জনসচেতনতা ও পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার প্রতি সকলে উদ্ভুদ্ধ হবে। এব্যাপারে কক্সবাজার জেলা পুলিশ থেকে আমাদের নির্দেশনা দেয়া হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-