এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া ◑
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে দেশের প্রথম প্রতিষ্ঠিত এ সাফারি পার্ক বৃহস্পতিবার (১৯ মার্চ) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের পক্ষ থেকে জনসমাগম এলাকা এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক একটি বিনোদন ও দর্শনীয় কেন্দ্র তাই সেখানে লোকসমাগম বেশি হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। সেজন্য করোনা প্রতিরোধে সরকারের ঊর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশনা মতে বৃহস্পতিবার সকাল থেকে পার্কটি বন্ধ ঘোষণা করা হয়।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে পার্ক বন্ধ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি কতৃপক্ষের হাতে পেঁৗছেছে। এতে অনির্দিষ্ট সময়ের জন্য পার্ক বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়। ওই নির্দেশনার আলোকেই পার্কটি বন্ধ রাখা হয়েছে। আগামীতে পরিস্থিতি স্বাভাবিক হলে উর্ধতন কতৃপক্ষের অনুমতি নিয়ে আবারো বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কটি দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হবে বলে জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-