সাইফুল ইসলাম,কক্সবাজার জার্নাল ◑
করোনা ভাইরাসের আতঙ্ক কে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ীরা যাতে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস বাড়তি দামে বিক্রি করতে না পারে এবং যেকোন অনিয়ম প্রতিরোধে কক্সবাজার জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
তারই ধারাবাহিকতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফা জাবেদ কায়সারের নেতৃত্বে ১৯ মার্চ দুপুরের দিকে কক্সবাজার শহরের বড় বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় ব্যবসায়ীদের বাজার দর স্বাভাবিক রাখতে বলা হয় এবং করোনা ভাইরাস নিয়ে কাউকে আতংকিত না হওয়ার জন্য অনুরোধ করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফা জাবেদ কায়সার জানান, এ নির্দেশনা অমান্য কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-