অনলাইন ডেস্ক ◑ বাংলাদেশে নতুন করে ৩ জন করোনায় আক্রান্ত বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা.আবুল কালাম আজাদ।
তিনি বলেন, দেশে নতুন করে ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত। এখন দেশে মোট আক্রান্তের সংখ্যা ১৭ জন। নতুন আক্রান্তরা সবাই একই পরিবারের সদস্য। এরমধ্যে একজন নারী , তার বয়স ২২ বছর। দুইজন পুরুষ-তাদের বয়স যথাক্রমে ৬৫ ও ৩২ বছর। এরা সবাই ইতালি ফেরত প্রবাসীর সংস্পর্শে এসে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।
তিনি আরো বলেন, আইইডিসিআর গত ২৪ ঘণ্টায় প্রায় ২৫ হাজার ৯১৬টি ফোনকল এসেছে। বিদেশে থেকে আগত ৪৩ জন সঙ্গরোধে আছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-