ডেস্ক রিপোর্ট ◑ চট্টগ্রামে নির্বাচনী সহিংসতায় এক যুবক নিহত হয়েছে। আনোয়ার জাহির তানভীর নামের ওই যুবকের বাড়ি কুমিল্লা বলে জানা গেছে। তার বাবা বাংলাদেশ ব্যাংকের সাবেক উধ্বর্তন কর্মকর্তা ছিলেন।
বুধবার রাত সাড়ে ১১ টার দিকে ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের সরাইপাড়াতে কাউন্সিলর প্রার্থী মোরশেদ আকতার চৌধুরীর নির্বাচনী ক্যাম্পের পাশে সহিংসতার ঘটনাটি ঘটে। ছুরিকাঘাতে নিহত তানভীরকে নিজের কর্মী দাবি করে তাকে খুনের জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী অধ্যক্ষ মো. ইসমাইলকে দায়ী করেছেন মোরশেদ আকতার। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম বলেন, ‘ছুরিকাঘাতে গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।’
স্থনীয়রা জানান, গণসংযোগ শেষ করে নির্বাচনী ক্যাম্পের সামনে আড্ডা দিচ্ছিলেন মোরশেদ আক্তারের অনুসারীরা। এসময় কয়েকজন মোটরসাইকেলে এসে তানভীরকে ছুরিকাঘাত করে চলে যায়। গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাউন্সিলর প্রার্থী মোরশেদ আকতার চৌধুরী বলেন, অধ্যক্ষ ইসমাইলের নির্দেশে তার লোকজন আমার ক্যাম্পের সামনে এসে আমার একনিষ্ঠ কর্মী তানভীরকে ছুরিকাঘাতে হত্যা করে। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।’
প্রসঙ্গত ১১ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরীর স্থলে এবার আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হয়েছেন অধ্যক্ষ ইসমাইল। বিদ্রোহী প্রার্থী হিসেবে এখানে নির্বাচন করছেন মোরশেদ আকতার চৌধুরী।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-