সহযোগিতা চাইতে পুলিশ কর্মকর্তার বাসায় গিয়ে শ্রীঘরে ৫ মাদক ব্যবসায়ী

অনলাইন ডেস্ক ◑ বরিশালে মাদক ব্যবসায় সহযোগিতা চাইতে পুলিশ কর্মকর্তার বাসায় গিয়ে গ্রেপ্তার হয়েছে দুই মাদক ব্যবসায়ী। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী আরও তিনজনকে গ্রেপ্তার ও দুই কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলো- আলেকান্দা রিফিউজি কলোনির গাঁজা ব্যবসায়ী ও সাত মামলার আসামি রফিক কসাই, রফিকের শ্বশুর শেখ গোলাম কসাই, আরমান, আরমানের বোন ডলি ও সহযোগী শাকিল।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মহিউদ্দিন জানান, রফিক ও আরমান মঙ্গলবার দুপুর ১২টার দিকে তার সাগরদীর বাসায় গিয়ে মাদক ব্যবসায় সহযোগিতার প্রস্তাব দেয়। বিষয়টি তিনি কৌশলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। পরে তাদের নির্দেশনায় ওই দু’জনকে আটক করা হয়। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের হেফাজতে গাঁজা থাকার কথা স্বীকার করে। পরে পুলিশ রিফিউজি কলোনি এলাকায় রফিকের শ্বশুরের বাসায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ শেখ গোলাম কসাই, ডলি ও শাকিলকে আটক করে।

আটক পাঁচজনকে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।

আরও খবর