বৃহত্তর ওলামা পরিষদ উখিয়ার ইসলামী সম্মেলন বুধবার

এম. কলিম উল্লাহ, উখিয়া ◑

কক্সবাজারের উখিয়ার বৃহত্তর ওলামা পরিষদ কোট বাজার শাখার উদ্যোগে আগামীকাল ১৮ মার্চ বুধবার কোট বাজার দক্ষিণ স্টেশন চত্বরে,হযরত মাওলানা ইদ্রিস সাহেব, মাওলানা হাফেজ ফরিদ আহমদ তৌহিদী ও মাওলানা রফিক উল্লাহ নূরী সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক ইসলামী সম্মেলন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, হাকীমুল ইসলাম আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী পরিচালক আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা মুফতি রিজওয়ান রফিকী ঢাকা। আল্লামা আব্দুল জলিল কওকব শিক্ষক আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম। আল্লামা মুফতি ওবাইদুল্লাহ রফিকী, হযরত মাওলানা হাফেজ নুরুল হক,হযরত মাওলানা হাফেজ ইকবাল তৌহিদী, হযরত মাওলানা হারুন সাহেব, হযরত মাওলানা আসাদ আলমগীর, হযরত মাওলানা আবু বক্কর সাহেব,হযরত মাওলানা হাফেজ নাজির আহমদ, হযরত মাওলানা হাফেজ মাহমুদুল হক, হযরত মাওলানা রায়হান শফিক, হযরত মাওলানা ক্বারী সৈয়দ আলম, হযরত মাওলানা রহমত উল্লাহ নূরী, হযরত মাওলানা আব্দুল আলিম।

আগামীকালের ইসলামী সম্মেলনে উপস্থিত থেকে কুরআন-সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ নসিহত শ্রবণ করে সম্মেলন সফলে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বৃহত্তম ওলামা পরিষদ কোটবাজার শাখার নেতৃবৃন্দ।

আরও খবর