ভারুয়াখালী দারুল উলুম আলিম মাদ্রাসার বার্ষিক সভা বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার সদর উপজেলাধীন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ভারুয়াখালী দারুল উলুম আলিম মাদ্রাসার বার্ষিক সভা আগামী ১৯ মার্চ বৃহস্পতিবার।

ওইদিন সকাল ১০ থেকে মাদ্রাসা প্রাঙ্গণে বার্ষিক সভার কার্যক্রম আরম্ভ হবে। উক্ত বার্ষিক সভায় ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ¦হযরত মাওলানা আবুল বশর’র সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে তাশরিফ আনবেন, প্রখ্যাত মুফাচ্ছিরে কুরআন ও ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হাফেজ বশির আহমদ চকরিয়া, কক্সবাজার। বিশেষ আলোচক হিসেবে তাশরিফ আনবেন, হযরত মাওলানা মো. আব্দুর রহিম আরবী প্রভাষক, মেরংলোয়া আলিম মাদ্রাসার রামু ও হযরত মাওলানা জায়নুল আবেদীন, আরবী প্রভাষক, তেতৈয়া তাফহীমূল করআন আলিম মাদ্রাসা, খুরুশকুল, কক্সবাজার।

এতে সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইলো।

আরও খবর