বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কক্সবাজার জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেছে কক্সবাজার জেলা পুলিশ।

মঙ্গলবার ১৭ মার্চ সূর্য উদয়ের সাথে সাথে শহীদ স্মরণীতে অরুণোদয় স্কুল প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনের সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজওয়ান আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) আদিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বাবুল চন্দ্র বণিক, কক্সবাজার সদর মডেল থানার ওসি আবু মোঃ শাহজাহান কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পন করার পর জেলা পুলিশের সুসজ্জিত একটি দল সালামি প্রদান ও কিছুক্ষণ দাঁড়িয়ে নিরবতা পালন করেন।

আরও খবর