নিজস্ব প্রতিবেদক ◑
সময়ের সঙ্গে সঙ্গে মহামারি রূপ নেওয়া করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে এবার সীমান্তবর্তী জেলা কক্সবাজারে বিদেশফেরত এক চিকিৎসক নিজ উদ্যোগে কোয়ারেন্টাইনে রয়েছেন।
সাকিয়া হক নামে বিদেশফেরত ওই চিকিৎসক টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত।
সোমবার (১৬ মার্চ) বিকালে বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল বলেন, ‘আমাদের একজন চিকিৎসক বিদেশ সফর করে এসেছেন। তিনি যথাযথ ছাড়পত্র নিয়ে টেকনাফের কর্মস্থলে এসে সেল্ফ কোয়ারেন্টাইনে রয়েছেন। তাকে সকল কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে।’
এদিকে সোমবার পর্যন্ত কক্সবাজার জেলায় ৩ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানিয়েছেন কক্সবাজারের সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান।
তিনি বলেন, ‘বিদেশফেরত এই তিনজনকে দুই সপ্তাহ পর্যবেক্ষণে রাখা হবে। তারা সার্বক্ষণিক নজরদারিতে আছে। শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি নেই- এটি পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের পর্যবেক্ষণে রাখা হবে।’
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-