নিজস্ব প্রতিবেদক ◑
করোনাভাইরাসের কারণে মঙ্গলবার থেকে ৩১ মার্চ পর্যন্ত সারা দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় রোহিঙ্গা শিবিরে চলমান সকল লার্নিং সেন্টার, মাদ্রাসা, মক্তব বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার বিকেলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোঃ মাহবুব আলম তালুকদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এছাড়া রোহিঙ্গা শিবিরে স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতামূলক কার্যক্রমে জনসমাগম এড়িয়ে চলার জন্য বলা হয়েছে।
উল্লেখ্য, এখন পর্যন্ত বাংলাদেশে আটজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে তিনজন বর্তমানে সুস্থ। দুজন বাড়ি ফিরে গেছেন।
জন্স হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসএসই)-এর তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ হাজার ৫১২ জনের। আর মোট আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ১ লাখ ৬৯ হাজার ৩১৯ জনে। এদের মধ্যে ৭৭ হাজার ২৫৭ জন ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-