এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া ◑
কক্সবাজারের চকরিয়ায় উপজেলার কোনাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পুরুত্যাখালী গ্রামের খদ্যের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়া সেই তিনটি দলছুট বন্যহাতি অবশেষে বনে ফিরে গেছে।
সোমবার (১৬ মার্চ) ভোর চারটার দিকে বন বিভাগ, পুলিশ ও স্থানীয় এলাকাবাসী কৌশলগত চেষ্ঠা চালিয়ে হাতি গুলোকে বারবাকিয়া রেঞ্জের পঁহরচাদা বন বিটের অধিন জঙ্গলের নিরাপদ আশ্রয়স্থলে ঢুকিয়ে দেন।
এরআগে গত শনিবার গভীর রাতে দলছুট বন্যহাতি তিনটি খাদ্যের খোঁজে কোনাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পুরুত্যাখালী গ্রামে ঢুকে পড়ে।
রবিবার ভোরে বন্যহাতিগুলো এলাকার কৃষকদের তাড়া খেয়ে আর জঙ্গলে ফিরে যেতে না পেরে ওই গ্রামের মাতামুহুরী নদীর তীরবর্তী মরিচ ক্ষেতে অবস্থান নেয়। দুপুরে পর্যন্ত হাতিগুলো মরিচ ক্ষেতে ব্যাপক তান্ডব চালায়। এসময় হাতিগুলোকে দেখতে গ্রামের চারদিকে উৎসুক জনতা ভীড় জমানোর কারণে সন্ধ্যা পর্যন্ত সেগুলো আর জঙ্গলে ফিরে যেতে পারেনি। ফলে দীর্ঘ সময় ধরে হাতিগুলোর উপস্থিতির কারণে ওই এলাকার গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে স্থাণীয় কোনাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দিদারুল হক সিকদার বলেন, শনিবার গভীর রাতে হঠাৎ করে গ্রামের লোকালয়ে তিনটি দলছুট বন্যহাতির আগমনে এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিষয়টি স্থানীয় প্রশাসনের মাধ্যমে বন বিভাগের ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানানোর পর সোমবার ভোররাতে বন বিভাগ, পুলিশ ও স্থানীয় এলাকাবাসী কৌশলগত চেষ্ঠা চালিয়ে হাতি গুলোকে বারবাকিয়া রেঞ্জের পঁহরচাদা বনবিটের অধিন জঙ্গলের নিরাপদ আশ্রয়স্থলে ঢুকিয়ে দেয়। ফলে পুরো গ্রামবাসীর মধ্যে স্বস্থির নি:শ্বাস ফিরে আসে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-