শিশু তুহিন হত্যা মামলায় বাবা-চাচার মৃত্যুদণ্ড

ডেস্ক রিপোর্ট ◑ সুনামগঞ্জে শিশু তুহিন মিয়া (৫) হত্যা মামলায় বাবা ও চাচার মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত এ রায় দেন।

উল্লেখ্য গত ১৩ অক্টোবর রাতে সুনামগঞ্জের দিরাই উপজেলার কেজাউরা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরের দিন সকালে বাড়ির পাশের একটি গাছে ঝুলন্ত অবস্থায় তুহিনের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। তুহিনের গলা, দুই কান ও যৌনাঙ্গ কাটা ছিল। পেটে বিদ্ধ ছিল দুটি ছুরি।

আরও খবর