শহিদুল ইসলাম, উখিয়া ◑
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি (প্রশাসন) জাকির হোসেন। এ সময় তিনি ক্যাম্প পুলিশের সাথে মত বিনিময় করেন। ডিআইজি ক্যাম্পের সাবির্ক বিষয় সম্পর্কে ধারনা নেন।
রবিবার সকাল ১০টার সময় এ পরিদর্শনে আসেন। উখিয়ার রোহিঙ্গা শিবিরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন করার লক্ষে পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়।
উখিয়ার কুতুপালং পুলিশ ক্যাম্প, মধুর ছড়া পুলিশ ক্যাম্প, ইরানি পাহাড় পুলিশ ক্যাম্প ও ক্যাম্প ১৭ এর ডব্লিউএফপির ভিউ পরিদর্শন করেন।
এ সময় সাথে ছিলেন,সহকারী পুলিশ সুপার উখিয়া সার্কেল নিহাদ আদনান তাইয়ান, উখিয়া থানার ওসি মরজিনা আক্তার, উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার সহ ক্যাম্প পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে কক্সবাজারের উদ্দেশ্যে রওয়ানা হন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-