গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑
টেকনাফে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করেছে।
সূত্র জানায়, গত ১৪ মার্চ রাত সাড়ে ৮টার দিকে র্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল টেকনাফের হোয়াইক্যং-বাহারছড়া ঢালা বনবিট অফিসের সামনে ফাঁকা রাস্তায় মাদক বিক্রির সংবাদ পেয়ে র্যাব সদস্যরা অভিযানে গেলে উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব তাদের ধাওয়া করে মাদক পাচারে জড়িত দুই যুবককে আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হচ্ছে, রামু রাজারকুল এলাকার মোক্তারের পুত্র মোঃ আবু তাহের (৩১), তুলা বাগান এলাকার মৃত মোহাম্মদ আমিনের পুত্র নুর মোহাম্মদ (৪৫) কে আটক করে। এরপর উপস্থিত স্বাক্ষীদের উপস্থিতিতে তাদের দেহ তল্লাশী করে ৯শত ৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-