কথিত বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ ও অর্ধডজন মামলার আসামি নিহত

অনলাইন ডেস্ক ◑ যশোরের চৌগাছায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে জহুরুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি চৌগাছা উপজেলার আন্দুলিয়া গ্রামের বাসিন্দা।

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব বলেন, মাদকের একটি বড় চালান দেশে ঢুকছে এমন খবর পেয়ে শনিবার দিবাগত রাত তিনটার দিকে ভারত সীমান্তবর্তী বল্লভপুর গ্রামের মাঠে পুলিশের একটি দল অবস্থান নেয়। এসময় মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর হামলা করলে পুলিশ গুলি ছোড়ে।

পুলিশের গুলির মুখে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে পরে পুলিশ সদস্যরা তল্লাশীকালে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। তাকে উদ্ধার করে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। ওসি বলেন, পরে নিহতের পরিচয় সনাক্ত হয়েছে।

তার বিরুদ্ধে অর্ধডজনের বেশি মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে।

আরও খবর