নিজস্ব প্রতিবেদক ◑
টিফিনের টাকা জমিয়ে স্কুল প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি বসালো সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা। জাতির জনককে ভালোবেসে কক্সবাজারের উখিয়া উপজেলার রুমখাঁ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এই প্রতিকৃতি স্থাপন করেছে । বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে আজ (শনিবার ) বিদ্যালয় প্রাঙ্গনে এই প্রতিকৃতি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। বাংলাদেশের যেকোন সরকারী প্রাথমিক শিক্ষা বিদ্যালয়ে প্রথম বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপিত হলো।
উখিয়ার রুমখাঁ সরকারী প্রথমিক বিদ্যালয়ের শিক্ষাথীদের টিফিনের টাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতির উদ্বোধন করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারারের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি আশরাফ জাহান কাজলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উখিয়া থানার অফিসার ইনচার্জ মরজিনা আকতার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোক্তার আহমেদ, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু, উখিয়া উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি নুরুল হুদা, সাধারন সম্পাদক শহিদউল্লাহ কায়সার,রুমখাঁ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন সহ সহ শিক্ষক, অভিভাবক ও স্থানিয় গন্যমান্য ব্যাক্তিবর্গ বক্তব্য রাখেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-