আবদুর রাজ্জাক ◑ চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার অভিযানে প্রাইভেট কার নিয়ে মাদক পাচারের সময় ১,৪০০ (এক হাজার চারশত) পিস ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া থানাধীন চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ একটি টয়োটা করোলা প্রাইভেট কারে (ঢাকা-মেট্টো-প-১১-৫৩১৪) তল্লাশী চালিয়ে দুই পাচারকারীর কাছ থেকে ১ হাজার ৪শত পিস ইয়াবা উদ্ধার সহ একটি প্রাইভেট কার জব্দ করে।
আটক পাচারকারীরা হলেন, মোঃ শাহেদুল ইসলাম প্র: পাভেল (৩২), পিতা-নাছির আহম্মদ, মাতা-জেসমিন নাহার, বর্তমান ঠিকানা- পশ্চিম টেক পাড়া, ৪ নং ওয়ার্ড, কক্সবাজার সদর।স্থায়ী ঠিকানা- গোবিন্দপুর, কোতয়ালী- কুমিল্লা। মাজেদ সামা (৩২), পিতা-মৃত হাজী আবু সামা, মাতা-নুর বেগম, সাং-রুমালিয়ার ছড়া, কক্সবাজার সদর।স্থায়ী ঠিকানা- পেছারদ্বীপ, মাহালা পাড়া, হিমছড়ি, রামু-কক্সবাজার। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-