এ কে এম ইকবাল ফারুক,চকরিয়া ◑
কক্সবাজারের চকরিয়ায় ১৫৭ পিস ইয়াবাসহ চার যুবককে আটক করেছে পুলিশ। এসময় তাদের প্যান্টের পকেটে তল্লাসী চালিয়ে ১৫৭পিস ইয়াবা উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার অধীন হারবাং পুলিশ ফঁাড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. আমিনুল ইসলাম ও এসআই পারসিত চাকমার নেতৃত্বে একদল পুলিশ বুধবার বিকাল ৪টা থেকে গভীর রাত পর্যন্ত বরইতলী নতুন রাস্তার মাথা, পেকুয়া উপজেলার জালিয়াখালী ও উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটককৃতরা হলেন পেকুয়া সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জালিয়াখালী এলাকার বেলাল উদ্দিনের ছেলে মো. বারেক (২০), একই এলাকার মফিজুল করিমের ছেলে ও এক বছরের সাজাপ্রাপ্ত আসামী মো. শোয়াইব প্রকাশ শফি (৩০), চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীর হাট ৯ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া কেওচিয়া এলাকার ওবাইদুল হকের ছেলে শাহাদাৎ হোসেন (২০) ও চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পালাকাটা ইমাম উদ্দিন পাড়া এলাকার শাহ আলমের ছেলে মো. নুরুল হোসেন (৩০)। এসময় তাদের প্যান্টের পকেটে তল্লাসী চালিয়ে ১৫৭পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানের নেতৃত্বে দেয়া হারবাং পুলিশ ফঁাড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো.আমিনুল ইসলাম বলেন, বুধবার বিকাল ৪টার দিকে বরইতলী ইউনিয়নের একতা বাজার নতুন রাস্তার মাথার পশ্চিম পাশে বরইতলী-পেকুয়া-মগনামা সড়কের পাশে কয়েকজন যুবক ইয়াবা বেচাকেনার গোপন সূত্রে খবর পেয়ে বিষয়টি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমানকে অবহিত করি। পরে ফঁাড়ির উপপরিদর্শক (এসআই) পারসিত চাকমাসহ অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে বরইতলী নতুন রাস্তার মাথা, পেকুয়া উপজেলার জালিয়াখালী ও উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করি।
ইন্সপেক্টর মো.আমিনুল ইসলাম আরও বলেন ইয়াবা উদ্ধার ও চার যুবককে আটকের ঘটনায় ফঁাড়ির উপপরিদর্শক (এসআই) পারসিত চাকমা বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-