গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑
টেকনাফে বিজিবি হাতে ধরা পড়ল বৈধ ব্যবসার আড়ালে মাদক পাচারে জড়িত থাকা আব্দুল খালেক নামে এক মাদক কারবারী।
আটক ব্যাক্তি দীর্ঘদিন যাবত হাঁস,মুরগী ও কবুতর ব্যবসার আড়ালে বিভিন্ন কৌশল অবলম্বন করে মাদক কারবার চালিয়ে আসছিল।
তথ্য সূত্রে জানা যায়,১২মার্চ (বৃহস্পতিবার) সকালে টেকনাফ ২ বিজিবি অধীনস্থ হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে দায়িত্বরত সদস্যরা হ্নীলা হতে পালংখালী গামী যাত্রীবাহী একটি সিএনজি তল্লাশী করে এক যুবককে আটক করে। এসময় তার সাথে থাকা একটি কবুতরের খাঁচার নীচে অভিনব কায়দায় ফিটিং করে লুকিয়ে রাখা ১২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
এসময় হ্নীলা নাটমুরা পাড়া এলাকার আব্দু শুক্কুরের পুত্র মুরগী ও কবুতর ব্যবসায়ী মোঃ আব্দুল খালেক (২৭) কে নগদ টাকাসহ আটক করতে সক্ষম হয় বিজিবি।
টেকনাফ ২বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) সত্যতা নিশ্চিত করে বলেন, আটক মাদকপাচারকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-