লোহাগাড়ায় ইয়াবাসহ কক্সবাজারের ২ যুবকসহ আটক ৩

রায়হান সিকদার, লোহাগাড়া ◑

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রামমুখী একটি যাত্রীবাহী বাস থেকে ৫০০ ইয়াবাসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন -কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়াপালং দরগাহদিঘী মৌলভীবাজার পাড়ার মৃত আবুল বাশারের পুত্র মুহাম্মদ আনোয়ারুল ইসলাম (৪৫), চকরিয়ার খুটাখালী দক্ষিণ পুর্ব নয়াপাড়ার সৈয়দ আলমের পুত্র তারেক জিয়া (২৪) এবং বি.বাড়িয়ার ডরমন্ডল দৌলতপুর বাদশা মিয়ার পুত্র মুহাম্মদ সোলাইমান ইসলাম(১৯)।

বৃহস্পতিবার (১১ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে তাদের আটক করা হয়েছে বলে জানান লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ।

তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। ১২মার্চ সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর