স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে জাতীয় প্রকল্পের (এলজিএসপি-৩) পরিচালক (অতিরিক্ত সচিব) সরদার সরাফত আলী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৫ বছর।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মতিঝিল সিটি সেন্টারে এসজিএসপির প্রকল্প অফিসে নিজ কক্ষে কর্মরত অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
সরাফত আলী এর আগে চাঁপাইনবাবগঞ্জ ও ফরিদপুর জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বিমান মন্ত্রণালয়ের উপসচিবসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
তার ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সচিবালয় মসজিদের তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে গোপালগঞ্জ সদরে ব্যাংক পাড়ায় নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সরদার সরাফত আলীর মৃত্যুর খবরে স্বজন, গুণগ্রাহী ও সহকর্মীদের মধ্যে শোক নেমে আসে। তার মরদেহটি বাংলাদেশ সচিবালয়ে নেওয়া হয়। সেখানে সহকর্মীরা তাকে শেষ শ্রদ্ধা জানান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-