মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া ◑
চকরিয়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেপ্তার করে থানা পুলিশ। বুধবার দিবাগত রাত ১২ টার দিকে পৌরসভার নিজপানখালী থেকে তাকে গ্রেফতার করা হয়।
চকরিয়া থানার অফিসার্স ইনচার্জ ওসি হাবিবুর রহমানের নির্দেশে এএসআই আকবর সিকদারের নেতৃত্বে বুধবার রাতে অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পৌরসভার নিজপানখালীতে হানা দেয়। এসময় আত্মগোপনে থাকা ইয়াবা মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামী মোঃ কায়সার (৩৩)কে গ্রেফতার করা হয়। সে পৌরসভার ৭নং ওয়ার্ড নিজপানখালী এলাকার আবু কাসেমের পুত্র। তার বিরুদ্ধে থানায় জিআর ৪৫৮/১৮ ইং এর মামলা মূলে ওয়ারেন্ট রয়েছে।
এ ব্যপারে এএসআই আকবর সিকদার জানান, বুধবার মধ্যরাতে ফোর্স সহকারে অভিযান চালিয়ে মাদক মামলায় কায়সার নামের আসামীকে গ্রেফতার করা হয়। ছয় মাসের সাজাপ্রাপ্ত এ আসামী দীর্ঘদিন পর্যন্ত আত্মগোপনে ছিল।
চকরিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুর রহমান বলেন, চকরিয়া পৌরসভার নিজপানখালী থেকে মাদক মামলায় ছয়মাসের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করে পুলিশ। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হচ্ছে বলেও জানান তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-