ইয়াবা ও গাঁজা ব্যবসায় রোহিঙ্গারাঃ আটক ২

টেকনাফ প্রতিনিধি : টেকনাফে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা সহ দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৫। বুধবার দুপুরে হ্নীলা ইউনিয়নের লেদা প্রবাসী ইউনুসের বাড়ি সংলগ্ন কবর স্থান সড়কের পাশ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, মুছনি ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে মো.আলম (৩১), একই ক্যাম্পের ব্লক আই এর বাসিন্দা মৃত ঠান্ডা মিয়ার ছেলে মো.রফিক (৪১)।

কক্সবাজার ক্যাম্পের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে লেদা মো. ইউনুসের বাড়ি সংলগ্ন কবর স্থান সড়কের পাশে মাদক ব্যবসায়ীরা গাঁজা ক্রয়-বিক্রয় করছে বলে জানতে পারে র‌্যাব। এর ভিত্তিতে ওই এলাকায় র‌্যাবের একটি দল অভিযানে চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার সময় দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এ সময় তাদের হাতে থাকা ব্যাগ তল্লাশি করে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা টেকনাফ সহ বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত গাঁজাসহ আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর