কক্সবাজারে ইয়াবাসহ টেকনাফের রহমত ধরা

নিউজ ডেস্ক ◑
কক্সবাজারে দুই হাজার আট শত পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার (ডিএনসি)।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১ টায় শহরের ডলফিন মোড় সৌদিয়া বাস কাউন্টারের সামনে রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। আটককৃত রহমত উল্লাহ (২০) পশ্চিম সাতঘটিয়া পাড়া এলাকার মৃত আবদুল মুন্নাফের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মণ্ডল। তিনি বলেন, আটককৃত মাদক কারবারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর