সংবাদদাতা ◑
উখিয়ায় তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন।সারাদিনরাত ঘন ঘন লোডশেডিংয়ের ফলে তীব্র ভোগান্তি পোহাতে হচ্ছে বিভিন্ন স্কুল কলেজের পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীসহ জনসাধারণকে।
উখিয়া উপজেলায় সারাদিনরাত এরকম লোডশেডিংয়ের মধ্যে জীবনযাপন করতে হয় উখিয়ার জনসাধারণকে।যার ফলে জীবনধারণে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। গুরুত্বপূর্ণ সময় সহ সারাদিনরাত এই তীব্র লোডশেডিং এক বিরক্তিকর অবস্থা সৃষ্টি করেছে।
ফলে অধ্যয়নরত শিক্ষার্থীদের পড়ালেখাতে মারাত্নক ব্যাঘাত সৃষ্টি করছে তীব্র লোডশেডিং।যার ফলে ঘন ঘন তীব্র লোডশেডিংয়ের ফলে মানসিক চাপ সৃষ্টি হচ্ছে পড়ালেখারত শিক্ষার্থীদের।
সম্প্রতি তীব্র লোডশেডিং লক্ষ্য করা গেছে উখিয়াতে।যা খুবই তীব্র আকার ধারণ করেছে।
ঘন ঘন লোডশেডিং বন্ধে উখিয়া পল্লী বিদ্যুৎ অফিসের প্রতি অনুরোধ জানিয়েছেন শিক্ষার্থীসহ জনসাধারণ।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-