গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল ◑
বাংলাদেশ জলসীমা টেকনাফ সেন্টমার্টিন গভীর সাগর থেকে মিয়ানমারের ৩৯ জন নাগরিকসহ কাঠ ও গরু বোঝাই ৭ টি ট্রলার জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড সদস্যরা।
এই অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ কোস্ট গার্ডের কমান্ডার লেফটেন্যান্ট রাহাত ইমতিয়াজ জানান, ৯ মার্চ (সোমবার) দুপুরে বাংলাদেশ জলসীমা সেন্টমার্টিন ছেড়াদ্বীপ এলাকা থেকে কোস্টগার্ড সদস্যদের একটি টহল দল অভিযান পরিচালনা করে। মিয়ানমার থেকে আসা ৩৯ জন নাগরিকসহ মালবাহি ৭টি ট্রলার জব্দ করে। এসব ট্রলারে ১৮টি গরু ও বিপুল পরিমাণ কাঠ রয়েছে। তিনি আরো বলেন ট্রলারে থাকা মালামাল গুলোর বৈধ কোন কাগজ পত্র ছিলনা।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে টেকনাফ স্থলবন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মাঝে বিরাজ করছে হতাশা।
ব্যবসায়ীরা অভিমত প্রকাশ করে বলেন, দীর্ঘ ২০ বছর যাবত মিয়ানার থেকে আমদানী করে নিয়ে আসা কাঠ,গরুসহ বিভিন্ন প্রকার পন্য গুলো বন্দরে আসার পর কাগজ পত্র ঠিক করে সরকারকে লক্ষ লক্ষ টাকা রাজস্ব দিয়ে আমরা ব্যবসা করে আসছি।
সেই সূত্র ধরে মালবাহি এই ৭টি ট্রলার মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে আসছিল। এদিকে আটক ৭টি ট্রলার ও ট্রলারে থাকা ৩৯ মিয়ানমার নাগরিককে টেকনাফ স্থলবন্দরে নিয়ে আসা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-