টেকনাফে তিনটি করাতকলসহ একশত ঘনফুট কাঠ জব্দ : জরিমানা আদায়

টেকনাফ প্রতিনিধি : টেকনাফের বনাঞ্চলের অতি সন্নিকটে অবৈধভাবে স্থাপিত তিনটি করাতকল (সমিল) ও প্রায় একশত ঘনফুট কাঠ জব্দ করেছে যৌথ টাস্কফোর্স।এসময় লেদার মোহাম্মদ ইসমাইলের মালিকানাধীন আরও একটি করাতকল থেকে ১০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালী,দরগাহপাড়া ও লেদা এলাকায় এ অভিযান চালানো হয়েছে।এ তথ্যটি নিশ্চিত করেছেন বনবিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ।

বনবিভাগ সূত্র জানায়,রবিবার দুপুরে উপজেলার হ্নীলার পানখালী, দরগাহপাড়া ও লেদা এলাকায় টেকনাফ উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবুল মনসুর, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিযান ব্যার-১৫ কক্সবাজারের জৈষ্ট্য পরিচালক ও টেকনাফ সিপিসি-১ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট(বিএন)মির্জা শাহেদ মাহতাব ও থানা পুলিশের উপপরিদশক (এসআই)সাব্বির আহমদের নেতৃত্বে র‌্যাব, পুলিশ, আনসার, বনকর্মী, পাহারাদার দলের সদস্যরা এ অভিযানে অংশ নেন।

বনবিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ বলেন,বন ও বনজ সম্পদ রক্ষার্থে বনবিভাগ কোন ধরনের পরিবেশ বিধ্বংসী কার্য্ক্রমকে সমর্থন করে না।এসবের বিরুদ্ধে সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে।সংশ্লিষ্ট করাতকল বিধিমালা-২০১২সালের আইনুযায়ী মামলা রুজু করা হচ্ছে।

অভিযানের নেতত্বদানকারী কর্মকর্তা উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো.আবুল মনসুর বলেন,অভিযান চলাকালিন সময়ে মালিকপক্ষ কোনো ধরনের বৈধ কাগজপত্র দেখাতে ব্যথ হওয়ার পাশাপাশি বনাঞ্চলের অতি সন্নিকটে অবৈধভাবে করাতকল স্থাপন করায় হ্নীলার পানখালী আলী হোছাইনের একটি, মোহাম্মদ কামাল উদ্দিনের একটি ও দরগাহপাড়ার মোহাম্মদ ইলিয়াছের একটি করাতকল (সমিল) তিনটি উচ্ছেদ করা হয়েছে।এসময় ওই তিনটি করাত কল থেকে বনাঞ্চলের প্রায় একশত ঘনফুট কাঠও জব্দ করা হয়েছে।

এসময় লেদার মোহাম্মদ ইসমাইলের আরও একটি করাতকল থেকে ১০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আরও খবর