সিএনজি তল্লাশীতে মিললো ইয়াবাঃ টেকনাফে ২ যুবক আটক

শাহ্ মুহাম্মদ রুবেল ◑

টেকনাফ থেকে কক্সবাজাররগামী সিএনজি তল্লাশী করে দুই হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)।

আটককৃত দুই মাদক কারবারি মুদির ছড়া ছোট মহেশখালী এলাকার ফিরোজ আহম্মেদের ছেলে মহিউদ্দিন (২৮)  এবং টেকনাফের পুরান পল্লান পাড়া এলাকার জাফর হোসেনের ছেলে আব্দুল আজিজ (৩৬)। তারা দুইজনই ইয়াবা বিক্রির জন্য সিএনজি যোগে ইয়াবা বহন করছিল বলে দাবী র্যাবের।

শনিবার (৭ মার্চ) সাড়ে ১০ টার সময় দক্ষিন মহুরীপাড়া পলিটেকনিক ইনস্টিটিউট এর দক্ষিন পাশের্^ মোঃ রতন এর মার্কেটের সামনে থেকে এদের দুজনকে আটক করা হয়।

র্যাব-১৫-এর সহকারী মিডিয়া পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান,  কয়েকজন মাদক কারবারি সিএনজি করে ইয়াবা নিয়ে টেকনাফ হতে কক্সবাজার এর উদ্দেশে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব উক্ত স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। এ সময় একটি সিএনজি চেক করার জন্য থামানো হয়। এমন সময় মহিউদ্দিন ও আব্দুল আজিজ কৌশলে পালানোর চেষ্টা করে। র্যাব তাদেরকে ধাওয়া দিয়ে আটক করে।
পরবর্তীকালে সিএনজি এবং তাদের দেহ তল্লাশি করে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য দশ লক্ষ টাকা।

উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত দুইজনকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।

আরও খবর