ফারুক আহমদ, উখিয়া ◑
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)র ভাইস প্রেসিডেন্ট মিসেস অ্যনক্যলিন উখিয়ায় চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি ডিজিটাল বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র কাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ কক্সবাজার টেকনাফ সড়কের মেগা প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।
এছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে ফুড ডিস্ট্রিবিউশন কেন্দ্র হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গত বৃহস্পতিবার দুপুরে এডিবির ভাইস প্রেসিডেন্ট এর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ফলিয়া পাড়া আলিমুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন ডিজিটাল ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (ইএপি) কর্মসূচির প্রকল্প পরিচালক মলয় কুমার চক্রবর্তী, কক্সবাজার নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান উখিয়া উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম উপসহকারী প্রকৌশলী মোঃ সোহরাব আলী ও কক্সবাজার জেলা পরিষদ সদস্য অধ্যাপক হুমায়ুন কবির চৌধুরী।
এদিকে, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উখিয়া আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী পরিদর্শনে আসা এডিবির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলকে স্বাগতম জানান।
উপজেলা উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সোহরাব আলী জানান, বর্তমানে এডিবির অর্থায়নে প্রায় ৩৫ কোটি টাকা ব্যয় বরাদ্দে উখিয়ায় ৭ টি ডিজিটাল ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। প্রকল্প গুলো হচ্ছে ফলিয়া পাড়া আলিমুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, নুরল ইসলাম চৌধুরী প্রাথমিক বিদ্যালয়, তুতুর বিল প্রাথমিক বিদ্যালয়, ঘোনারপাড়া প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম হলদিয়া প্রাথমিক বিদ্যালয়, পাগলির বিল প্রাথমিক বিদ্যালয় ও গোরাইয়ার দ্বীপ প্রাথমিক বিদ্যালয়।
এদিকে, এডিবির অর্থায়নে প্রায় ৫ শত কোটি টাকা ব্যয়ে কক্সবাজার টেকনাফ সড়কের সম্প্রসারণ উন্নয়ন কাজ পরিদর্শন করেন। এ সময় কক্সবাজার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সহ দাতা সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে এডিবির ভাইস প্রেসিডেন্ট নির্ধারিত সময়ে টেকসই উন্নয়নের মাধ্যমে চলমান উন্নয়ন প্রকল্প সমাপ্ত করার জন্য সংশ্লিষ্টদেরকে দিকনির্দেশনা প্রদান করেছেন বলে জানা গেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-