লবণকে ‘শিল্পপণ্য’ হিসেবে তালিকাভুক্ত করা হবে -কক্সবাজারে শিল্পমন্ত্রী

ইমাম খাইর, কক্সবাজার ◑
লবণকে ‘শিল্পপণ্য’ হিসেবে তালিকাভুক্ত করা হবে বলে ঘোষণা দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি।

তিনি বলেন, আওয়ামী লীগ জনবান্ধব সরকার। লবণচাষীদের প্রণোদনা দেয়ার কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে। ইতোমধ্যে সে ব্যাপারে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। লবণের ন্যায্য মূল্য দিতে লবণে ভর্তুকি দেয়া হবে। কৃষি ঋণের ব্যবস্থা করা হবে। তার সাথে লবণচাষীদের দেয়া দাবিগুলো আমরা যথাযথভাবে মূল্যায়ন করবো।

শুক্রবার (৬মার্চ) কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ দৌলত ময়দানে জেলা আওয়ামী লীগ আয়োজিত লবণচাষী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এসব কথা বলেন।

চাষিদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনাদের দাবির আলোকে লবণের মূল্য এবং আরো চাষ বাড়াতে একটা স্থায়ী সমাধান বের করা করবো।

শিল্পমন্ত্রী নিজেও একজন লবণচাষি দাবী করে বলেন, আপনাদের চকরিয়াতে আমার লবণ চাষের জমি আছে। ১৯৮৬ সালে এরশাদ আমলে আমি লবণ চাষ করতাম। সুতরাং আমিও আপনাদের মানুষ। আমাকেও আপনাদের সাথে রাখবেন।

লবণের ন্যায্যমূল্য নিশ্চিত করতে উপযোগিতাসহ যাচাই-বাছাই করে কক্সবাজারের লবণ বোর্ড প্রতিষ্ঠা করা হবে বলে ঘোষণা দিয়েছেন শিল্পমন্ত্রী
তিনি বলেন, লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের নিয়ে বসবে সরকার। ব্যবাসায়ীদের সাথে বসে চাষীদের স্বার্থ রক্ষার যা করণীয় সব পদক্ষেপ নেয়া হবে। ব্যবসায়ীদের সাথে সমন্বয় করেই লবণের ন্যায্য মূল্য নির্ধারণ করা হবে।

অনুষ্ঠানে বক্তব্যের প্রসঙ্গক্রমে লবণ নিয়ে বিসিকের পদক্ষেপ জানাতে বিসিকের চেয়ারম্যান মোঃ মোশতাক হাসানকে বলেন মন্ত্রী। মন্ত্রীর পাশ দাঁড়িয়ে বিসিক চেয়ারম্যান বলেন, লবণচাষীদের দুর্দশা লাঘব করার জন্য ঋণ ব্যবস্থা করার জন্য ব্যাংকগুলোর সাথে কথা হয়েছে। চাষীদের ন্যায্য মূল পাওয়ার জন্য পদক্ষেপ নেয়া হচ্ছে। বিদেশ থেকে লবণ আমদানি রোধে কঠোরতা অবলম্বন করা হয়েছে। তিনি বলেন, চাষীদের কাছ থেকে সরাসরি লবণ ক্রয়ের জন্য উদ্যোগ নেয়া হবে। সর্বোপরি চাষীদের সাথে বিসিক ও শিল্পমন্ত্রণালয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন -জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, সংরক্ষিত আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদ মোস্তাক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম প্রমুখ।

জেলা আওয়ামী লীগের লবণচাষি সমাবেশের আগে শহরের একটি তারকা মানের হোটেলের কনফারেন্স হলে মোল্লা সল্টের আয়োজনে মুজিব শতবর্ষ লবণ ক্রয় উদ্বোধন করেন শিল্পমন্ত্রী।

অনুষ্ঠানে আশেক উল্লাহ রফিক এমপি, কানিজ ফাতেমা আহমেদ এমপি, বিসিকের চেয়ারম্যান মোঃ মোশতাক হাসান, জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ সেলিম উদ্দিন বিশেষ অতিথির বক্তব্য রাখেন। মোল্লা সল্টের পরিচালক মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিচালক মোল্লা মোহাম্মদ মজনু। অনুষ্ঠানে বিসিকের পরিচালক খলিলুর রহমান, কক্সবাজারের ডিজিএম মুহাম্মদ হাফিজুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ওই অনুষ্ঠানে লবণচাষিদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরে কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন বলেছেন, কোন সিন্ডিকেটের হাতে যেন লবণ শিল্প তুলে দেয়া না হয়। কারণ, শিল্প বেঁচে থাকলে দেশ বাঁচবে। কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। তিনি বলেন, যেভাবে লবণের দাম নিশ্চিত করা দরকার সরকারকে তাই করতে হবে। চাষিদের বাঁচাতে হবে।

জেলা প্রশাসক বলেন, ন্যায্য মূল্য নিশ্চিত ও চাষিদের উৎসাহ যোগাতে সরকারের পক্ষ থেকে ‘বাফার স্টক’ গড়ে তুলা দরকার। সু্বধিাবাদি মাঝপথে না দাঁড়াতে পারে তা ব্যবস্থা করতে হবে। বিদেশ থেকে অবৈধ পথে আমদানি বন্ধ করতে হবে বলেও জানান জেলা প্রশাসক।

আরও খবর