টেকনাফ প্রতিনিধি ◑
টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে মানব পাচারে সম্পৃক্ত ৫জন দালালকে আটক করেছে।
৫মার্চ ভোররাতে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশের নেতৃত্বে পুলিশের বিশেষ টহল দল অভিযান চালিয়ে উপজেলার টেকনাফ সদরের হাবিব ছড়ার মৃত দুদু মিয়ার পুত্র মোহাম্মদ কাশেম, পল্লান পাড়ার মুস্তাফিজুর রহমানের পুত্র জাহাঙ্গীর আলম (২৫), মহেশখালীয়া পাড়ার নুর মোহাম্মদের পুত্র আব্দুল গফুর (৩৮), হোয়াইক্যং কাঞ্জর পাড়ার নুরুল হকের পুত্র নুরুল আবসার (২৪), উখিয়ার শফিউল্লাহ কাটা ক্যাম্পের মাহমুদুর রহমানের পুত্র সৈয়দ আলম (৪০) কে আটক করে।
টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, মানব পাচারে সম্পৃক্ততার অভিযোগে তাদের আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-