কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেফতার-১২ : ধারালো অস্ত্র উদ্ধার

শাহজাহান চৌধুরী শাহীন ◑

কক্সবাজার সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ১২ জনকে আটক করেছে। ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

গত ৪ মার্চ সকাল হতে ৫ মার্চ সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আবু মোঃ শাহজাহান কবিরের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে আরো অংশ নেন, পুলিশ পরিদর্শক (অপারেশন্স) মোঃ মাসুম খান, পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ মহিদুল আলম, এসআই তীথংকর দাশ, এসআই সাইফুল ইসলাম, এসআই আরিফ এসআই কালাম, এসআই এমরান, এএসআই রাশেদ, উল্ল্যাহ সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান।

গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার সদর মডেল থানার এফ আই আর নং- ০৯(০৩)২০ খ্রিঃ ধারা- ৩৯৯/৪০২ দঃবিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী ১। মোঃ আরমান (২৫) পিতা-মৃত শমশুল আলম (সাবেক মেম্বার) মাতা-মিনুয়ারা বেগম, স্থায়ী-পূর্ব খুরুলিয়া হিন্দুপাড়া, থানা/উপজেলা-কক্সবাজার সদর, কক্সবাজার ২। আব্দুর রহমান (৩৪) পিতা-মৃত সিরাজুল ইসলাম, মাতা-সবুরা বেগম, স্থায়ী-ধাওনখালী, ঘোনার পাড়া, পিএমখালী ইউপি, থানা/উপজেলা-কক্সবাজার সদর, কক্সবাজার ৩। সাইফুল ইসলাম @ অভি (২৫) পিতা-জাফর আলম, মাতা-সেলিনা আক্তার, স্থায়ী-পূর্ব মোহাজের পাড়া, থানা/উপজেলা-কক্সবাজার সদর, কক্সবাজার ৪। সাইফুল ইসলাম (২৫) পিতা-নুরুল ইসলাম, মাতা-হাজেরা বেগম, স্থায়ী-পূর্ব লাইট হাউজ পাড়া, ফাতেহ ঘোনা, থানা/উপজেলা-কক্সবাজার সদর, কক্সবাজার।

৫। মোঃ ইমরান (২৫) পিতা-নুরুল ইসলাম, মাতা-রুবি বেগম, স্থায়ী-পূর্ব লাইট হাউজ পাড়া, ফাতেহ ঘোনা, থানা/উপজেলা-কক্সবাজার সদর, কক্সবাজার

কক্সবাজার সদর মডেল থানার এফ আই আর নং- ৬১(০১)২০ খ্রিঃ ধারা- ৪৬১/৩৮০/৪১১ দঃবিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

৬। মোঃ ওসমান,পিতা- মোঃ কালু, সাং- হ্নীলা, মিনা বাজার, থানা ও জেলা-কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার এফ আই আর নং- ১২(০৪)২০২০ খ্রিঃ ধারা- ৩৭৯/৪১১ দঃবিঃ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী

৭। আরেফা বেগম, পিতা- আমিন হোসেন, সাং- আদর্শ গ্রাম, থানা ও জেলা- কক্সবাজার।
কক্সবাজার সদর মডেল থানার নন এফ আই আর নং-৩৬(০৩)২০ খ্রিঃ ধারা- পুলিশ আইনের ৩৪ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী
৮। নজরুল ইসলাম, পিতা- মৃত নুর ইসলাম, সাং- কলাতলী, থানা ও জেলা- কক্সবাজার।
৯। হোসেন, পিতা- মৃত সৈয়দ আহমদ, সাং- টেকপাড়া, থানা ও জেলা- কক্সবাজার।
ওয়ারেন্ট সংক্রান্তে গ্রেফতারঃ
১০। রমজান মোবারক, পিতা- হাছন আলী, সাং- খাদিমারছড়া, থানা ও জেলা- কক্সবাজার
১১। আবছার, পিতা- হারুন অর রশিদ, সাং- উত্তর আদর্শগ্রাম, কলতলী, থানা ও জেলা- কক্সবাজার।
১২। খদিজা বেগম, স্বামী- শামসুল হুদা, প্রঃ পাখি, সাং- আদর্শ গ্রাম, কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা- কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর