- স্কুলের শিক্ষকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ মায়ের
রাজু দাশ, চকরিয়া ◑
গত দুইদিনও চকরিয়া গ্রামার স্কুলের ছাত্র জুয়েল শীলের (১৫) খোঁজ মেলেনি।
৩ মার্চ চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করার পর থেকে তার খোঁজ মিলছে না। বিভিন্ন স্থানে খোজাখুজির পর তার মা মায়া রাণী শীল বাদী হয়ে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। যার ডায়েরি নং ২১০/২০২০। জুয়েল উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের হেতালিয়া পাড়ার বিধু কুমার শীলের পুত্র।
এদিকে নিখোজ ছাত্র জুয়েল শীলের মা মায়া রাণী শীল অভিযোগ করে বলেন, তার ছেলে চকরিয়া গ্রামার স্কুলের আবাসিক হলে থাকতেন। জুয়েল সেখানে থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। গত ৩ মার্চ সকালে স্কুল থেকে চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষার হলে ব্যবহারিক পরীক্ষায় অংশ গ্রহণ করেন। কিন্তু জুয়েল পরীক্ষায় দিয়ে স্কুলের আবাসিক হলে ফিরে আসেনি। তার পুত্র স্কুলে ফিরে আসার বিষয়টি শিক্ষকরা আমাকে জানাননি। পরে খবর নিয়ে জানলাম জুয়েলকে তার স্কুলের শিক্ষকরা অপহরণ করেছে।
চকরিয়া গ্রামার স্কুলের হোষ্টেলে দুই শিক্ষক মো: এরশাদ ও মো: ওমর আলী তার পুত্র জুয়েলকে অপহরণের ঘটনায় জড়িত বলেও দাবী করেন মায়া রাণী শীল। এঘটনায় ওই শিক্ষকের নামে চকরিয়া থানায় একটি লিখিত অভিযোগও দিয়েছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-