অনলাইন ডেস্ক ◑ এবার সৌদি আরবের নাগরিকদের জন্যও সাময়িকভাবে উমরা নিষিদ্ধ ঘোষণা করা হলো। এর আগে করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে বর্হিবিশ্বের মুসল্লিদের জন্য উমরা নিষিদ্ধ করা হয়।
বুধবার (৪ মার্চ) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।
ঘোষণায় বলা হয়েছে, অভ্যন্তরীণভাবেও উমরা সাময়িকভাবে নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মক্কা মোকাররমা ও মদিনা মোনাওয়ারার সব প্রবেশ পথে কড়া পাহারা বসানো হবে। আপাতত সৌদি আরবের নিজস্ব নাগরিক কিংবা কোনো প্রবাসী হারামাইন এরিয়ায় প্রবেশ করতে পারবে না। তবে ওই নোটিশে মসজিদ এলাকার বাসিন্দাদের জন্য কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
এর আগে প্রাণঘাতী করোনাভাইরাস (কভিড-১৯) আতঙ্কে বর্হিবিশ্বের লোকদের জন্য উমরা ও টুরিস্ট ভিসা দেওয়া বন্ধের ঘোষণা দেয় সৌদি আরব।
এর পর থেকে মসজিদে হারাম ও মসজিদে নববীতে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-