রাজু দাশ, চকরিয়া ◑![]()
![](http://coxsbazarjournal.com/wp-content/uploads/2020/03/PicsArt_03-04-09.43.59.jpg)
কক্সবাজারের চকরিয়ায় তামাক ক্ষেতের ঝোপ থেকে এক নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৪ঠা মার্চ) সকালে উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়নে ২নং ওয়ার্ড দিগর পানখালী এলকায় থেকে তামাক ক্ষেতে থেকে এই নবজাতকের শিশুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
তামাক চাষীরা জানান, প্রতিদিনের মত আজ সকাল বেলায় তামাক খেতে চাষ করা জনে ক্ষেতে আসলে মানুষের গন্ধ পাই কোথায় থেকে কিসের গন্ধ খোঁজতে থাকি। অনেক খুঁজাখুঁজির পর তামাক ক্ষেতের ঝোপের মধ্যে ফুটফুটে এক দিনের একটি নবজাতক মৃতদেহ দেখতে পায়।
স্থানীয় মেম্বার মুজিবুল হক আজিজ বলেন, বুধবার সকালে তামাক ক্ষেতে চাষীরা অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করে। ঘটনাটি ইউপি চেয়ারম্যানকে জানিয়ে মরদেহ দাফন করা হয়েছে।
শিশুটির মরদেহ উদ্ধারের বিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান কাছে জানতে চাইলে তিনি বলেন, তামাক খেতে থেকে নবজাতক শিশুর লাশ পাওয়া গেছে বলে শুনেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-