গত ৩ মার্চ কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক আলোকিত উখিয়া ও অালোকিত নিউজ অনলাইনে “ইয়াবা নিয়ে দুই শিষ্য আটক হলেও অধরা সম্রাজ্ঞী রোজিনা!” শীরোনামে শীর্ষক সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদের একাংশের সাথে বাস্তবতার কোন মিল নেই। সংবাদের একাংশ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর।
গত ২মার্চ রাত ১০টার ইয়াবাসহ রোকসানা আক্তার (২৮) ও হুমাইরা বেগম (৩০) নামে দুই যুবতী পুলিশের হাতে আটক হয়। পূর্ব শত্রুতার জের ধরে আমার মামলার আসামী একই এলাকার সাজেদা ও রফিক অামিও নাকি ওই ইয়াবা ও অাটককৃত মহিলাদের সাথে জড়িত রয়েছি বলে সাংবাদিকদের মিথ্যা তথ্যদিয়ে সংবাদের সাথে আমার ও আমার স্বামীর নামটি জড়িয়েছে। আসলে ওই সাজেদা ও রফিক নেতৃত্বেই তারা এই মরণ নেশা ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল।
মুলকথা আটককৃত ইয়াবা ব্যবসায়ীর সাথে অামরা কোন ধরণের জড়িত নই। অামি উক্ত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি। অথচ ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে অামি সবসময় সোচ্চার। তাই এলাকায় অামার মান-সম্মান ক্ষুন্ন করার এসব ষড়যন্ত্র ছাড়া অার কিছু নই। ভবিষ্যতে এধরণের সংবাদে আমাদের নাম উল্লেখ সংবাদ ছাপাইলে আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকিব। উল্লেখিত সংবাদের একাংশ নিয়ে প্রশাসন, এলাকাবাসী ও সংশ্লিষ্ট কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
প্রতিবাদকারী
রোজিনা আক্তার
স্বামীঃ মোহাম্মদ ইলিয়াছ
কুতুবদিয়া পাড়া, পৌরসভা, কক্সবাজার।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-