ফের মালয়েশিয়াগামী ১৩ রোহিঙ্গাকে থানায় সোপর্দ করলেন যুবনেতা গিয়াস

নিজস্ব প্রতিবেদক ◑

উখিয়া হলদিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের কমিউনিটি পুলিশের সভাপতি গিয়াস উদ্দিন মানবপাচার ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি মানবপাচার ও মাদকের বিরুদ্ধে শ্লোগান তৈরি করেছেন ‍“চলো যাই যুদ্ধে মানবপাচার ও মাদকের বিরুদ্ধে” “ মানবপাচার ও মাদক মুক্ত সমাজ চাই”।

তিনি তার এলাকাকে মানবপাচার ও মাদক মুক্ত করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন এবং তার এলাকাকে মানবপাচার ও মাদক মুক্ত করার ঘোষণা দিয়েছেন।

পর্যটন নগরী কক্সবাজার থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন গণমাধ্যম ‘কক্সবাজার জার্নাল ডটকমে’ প্রকাশিত ‘রোহিঙ্গা পাচারের নয়া পথ মরিচ্যা গোয়ালিয়া রোড’ শিরোনামে একটি অনুসন্ধানী রিপোর্টের জের ধরে উখিয়ার পশ্চিম মরিচ্যার ঢালার মুখ এলাকা থেকে ফের মালয়েশিয়াগামী ১৩ রোহিঙ্গাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে কমিউনিটি পুলিশের ওয়ার্ড সভাপতি যুবনেতা গিয়াস ডন।

০৩ মার্চ (মঙ্গলবার) সকালে মরিচ্যা ঢালার মুখ এলাকায় পাচারের জন্য রোহিঙ্গাদের রাখা হয়েছে এমন খবর পেয়ে কমিউনিটি পুলিশের ওয়ার্ড সভাপতি যুবনেতা গিয়াস ডন রোহিঙ্গাদের উদ্ধার করে উখিয়া থানা পুলিশকে খবর দিলে দ্রুত পুলিশের একটি ফোর্স এসে ১৩ রোহিঙ্গাকে আটক করে থানায় নিয়ে যায়।

উখিয়া থানার ওসি মর্জিনা আক্তার মরজু জানান, বৃহস্পতিবার সকালে মরিচ্যা ঢালার মুখ এলাকায় কমিউনিটি পুলিশের ওয়ার্ড সভাপতি গিয়াস ডনের সহযোগীতায় মালয়েশিয়াগামী ১৩ রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরৎ পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, রোহিঙ্গা পাচারের সাথে জড়িত দালাল চক্র ও অসাধু ড্রাইভারদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, উখিয়ার মরিচ্যার গরু বাজার, গোয়াইয়ার দীপ ও ঢালার মুখ এলাকা দিয়ে দীর্ঘ দিন ধরে মানবপাচার কাজে জড়িত রয়েছে কিছু স্থানীয় ও বহিরাগত দালাল। আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কিছু পুলিশ সদস্যের প্রত্যক্ষ-পরোক্ষ সহযোগিতায় দালালরা দেশের বিভিন্ন এলাকার সহজ সরল লোকজনদের মালয়েশিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে উখিয়া উপকূলে জড়ো করে মানবপাচার অব্যাহত রেখেছে। পুলিশ আইওয়াশের জন্য মাঝে মধ্যে অভিযান চালিয়ে কিছু কিছু মালয়েশিয়াগামীকে আটক করলেও রহস্যজনক কারণে মূল হোতারা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে।

এছাড়া চিহ্নিত দালালদের বিরুদ্ধে মামলা না করায় মানবপাচার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যার ফলে এ অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন স্থানীয়রা।

আরও খবর