অনলাইন ডেস্ক ◑
খাগড়াছড়িতে গাছকাটাকে কেন্দ্র করে গ্রামবাসী ও বিজিবি সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে এক বিজিবি সদস্যসহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। আজ মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ১২টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় এ ঘটনা ঘটে।
গ্রামবাসীর অভিযোগ, বিজিবি আগে গুলি চালিয়েছে এবং গোলাগুলিতে চার জন নিহত হয়েছে। অপরদিকে বিজিবি’র দাবি, গ্রামবাসী গুলি চালিয়েছে এবং এ ঘটনায় বিজিবি’র এক সদস্য নিহত হয়েছেন। এ বিষয়ে মাটিরাঙ্গা উপজেলার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুদ্দিন জানান, আমরা দু’জনের মৃত্যুর খবর পেয়েছি। এর মধ্যে একজন বিজিবি’র সদস্য রয়েছেন বলেও জানা গেছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-