খাগড়াছড়িতে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে বিজিবি সদস্যসহ নিহত ৪

অনলাইন ডেস্ক ◑

খাগড়াছড়িতে গাছকাটাকে কেন্দ্র করে গ্রামবাসী ও বিজিবি সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে এক বিজিবি সদস্যসহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। আজ মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ১২টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় এ ঘটনা ঘটে।

গ্রামবাসীর অভিযোগ, বিজিবি আগে গুলি চালিয়েছে এবং গোলাগুলিতে চার জন নিহত হয়েছে। অপরদিকে বিজিবি’র দাবি, গ্রামবাসী গুলি চালিয়েছে এবং এ ঘটনায় বিজিবি’র এক সদস্য নিহত হয়েছেন। এ বিষয়ে মাটিরাঙ্গা উপজেলার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুদ্দিন জানান, আমরা দু’জনের মৃত্যুর খবর পেয়েছি। এর মধ্যে একজন বিজিবি’র সদস্য রয়েছেন বলেও জানা গেছে।

আরও খবর