মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
আসসালামু আলাইকুম। হ্যাপী বার্থ ডে টু ইউ স্যার। জবাবেই বললেন “বুড়ো মানুষের কি আর জন্মদিন পালন।” জন্ম দিনের উইশ করতে সেল ফোনে এভাবে হ্যাপী বার্থ ডে টু ইউ বলতেই অত্যন্ত হাসিখুশি ভাবে সেল ফোনের অপর প্রান্ত থেকে এ উত্তর দিলেন-কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।
আজ ২ মার্চ সোমবার। এদিনটিই কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের জন্মদিন। নিজেকে নিয়ে তিনি কোন আনুষ্ঠানিকতা একেবারেই পছন্দ করেননা। চলতে চান সাধারণভাবে, থাকতে চান সাদামাটা, মিশতে চান সবার সাথে, করতে চান শিষ্টাচার ও নৈতিকতা সমৃদ্ধ সমাজ বিনির্মাণ। তাই সৃষ্টিশীল কর্মপাগল মানুষটি এভাবেই স্বভাব সুলভ ভঙ্গিতে বার্থডের উইশের জবাব দিয়েছেন। এজন্য অবাক হইনি।
বুনিয়াদি ও সিদ্ধান্ত গ্রহণকারী ক্যাডার হিসাবে পরিচিত বিসিএস (প্রশাসন) ২০ তম ব্যাচের মেধাবী কর্মকর্তা মোঃ কামাল হোসেন কক্সবাজারে জেলা প্রশাসক হিসাবে যোগ দেন ২০১৮ সালের ৪ মার্চ। দক্ষ, দূরদর্শী ও চৌকস গুনাবলী সম্পন্ন এই কর্মকর্তা গত প্রায় ২ বছরে কক্সবাজারের প্রায় প্রতিটি স্থরে রেখেছেন সফলতার উজ্জ্বল স্বাক্ষর। সমৃদ্ধ করেছেন কক্সবাজারকে।
জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন ২০০২ সালের ২৮ জুন জীবনসঙ্গীনী হিসাবে বেচে নেন বিসিএস (প্রশাসন) ক্যাডারের আরেক কর্মকর্তা (উপসচিব) গুলশান আরা। গুলশান আরা বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচালক-৪ হিসাবে কর্মরত রয়েছেন। মোঃ কামাল হোসেন ও গুলশান আরা হোসেন দম্পতি প্রতীতি কামাল ও প্রমিতি কামাল নামক ২ কন্যা সন্তানের গর্বিত জনক ও জননী। প্রতীতি কামাল সম্প্রতি অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
কক্সবাজার জার্নাল পরিবারের শুভেচ্ছা :
কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের জন্মদিনে কক্সবাজার থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল ‘কক্সবাজার জার্নাল ডট কম’ পরিবার শুভেচ্ছা জানিয়েছেন। উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-