মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন

অনলাইন ডেস্ক ◑ মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন দেশটির সদ্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও ইউনাইটেড ইন্ডিজেনাস পার্টির প্রধান মুহিদ্দিন ইয়াসিন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী পদ থেকে ডা. মাহাথির মোহাম্মদের পদত্যাগের পর থেকে এ নিয়ে বেশ জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে মালয়েশিয়ার রাজনীতির এই দীর্ঘ নাটকীয়তার অবসান হলো।

রোববার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় মুহিদ্দিন ইয়াসিন মালয়েশিয়ার অষ্টম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। শনিবার মালয়েশিয়ার রাজা ইয়াং-ডি-পারতুয়ান আগং আল সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দীন আল-মুস্তফা বিল্লাহ শাহ এ ঘোষণা দেন। খবর মালয় মেইলের

মালয়েশিয়ার রাজ পরিবারের এক মুখপাত্র জানান, সংসদের ২২২ সদস্যের মধ্যে ১১৪ ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন মুহিদ্দিন ইয়াসিন। এর ভিত্তিতে  দেশটির রাজা ইয়াসিনকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।

গত সোমবার হঠাৎ করেই পদত্যাগ করেন ৯৪ বছর বয়সী প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। পরে মালয়েশিয়ার রাজা পদত্যাগপত্র গ্রহণ করে পরবর্তী প্রধানমন্ত্রী নিয়োগের আগ পর্যন্ত মাহাথিরকেই অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দেওয়ার ১৫ বছর পর ২০১৮ সালের মে মাসে অনুষ্ঠিত মালয়েশিয়ার নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করেন মাহাথির মোহাম্মদ। ওই নির্বাচনে জয়ী হয় তার নেতৃত্বাধীন জোট পাকাতান হারাপান। এই নির্বাচনে নিজের আগের দল ইউএমএনওর নেতৃত্বাধীন জোট বারিসান ন্যাশনালকে পরাজিত করেন তিনি।
২০১৮ সালে গঠিত মাহাথিরের জোট সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মুহিদ্দিন ইয়াসিন। মাহাথিরের পদত্যাগের পর তাকেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করে তার দল মালয়েশিয়ার ইউনাইটেড আদিবাসী পার্টি (বারসাতু)।

আরও খবর