কক্সবাজারে ডাকাতির প্রস্তুতিকালে দুই অস্ত্রধারী আটক

শাহ্‌ মুহাম্মদ রুবেল ◑

কক্সবাজারে পিএমখালী ইউনিয়নের এক বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুইজন ডাকাতকে আটক করেছে র‌্যাব। এ ঘটনায় ৫ থেকে ৬ জন অস্ত্রধারী পালিয়ে যেতে সক্ষম হয় বলে দাবি বাহিনীটির।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইউনিয়নের তোতকখালী ছভায়েরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মনিরুজ্জামানের ছেলে নবিউল হক লিটন (২৭) ও একই ইউনিয়নের মৃত লাল মিয়ার ছেলে ইসহাক (৪৫) নামে দুইজনকে আটক করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে দুইটি এলজি, একটি এক নলা বন্দুক এবং দশ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) শেখ সাদী বলেছেন, পিএমখালী ইউনিয়নের মনিরুজ্জামানের বাড়িতে একটি ডাকাত দল অস্ত্রসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে উপরোক্ত স্থানে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। এ সময় লিটন ও ইসহাককে আটক করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত অস্ত্রধারী ও উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর