নিজস্ব প্রতিবেদক ◑
টেকনাফের আলোচিত মাদক ব্যবসায়ী রুবেল(৩০) অবশেষে নরসিংদী জেলা মাধবদী থানা পুলিশের কাছে ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার।
নরসিংদী জেলা পুলিশ সূত্রে জানা যায়, ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১১ ঘটিকায় সময় মাধবদী থানা পুলিশের মাদক উদ্ধারকারী একটি টিম মাধবদী থানাধীন ভগিরথপুর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী রুবেল (৩০), পিতা- জাফর আলম, সাং- পৌরসভা পুরান পল্লান পাড়া গ্রেফতার করে। এ সময় তার দখল হতে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করে মাধবদী থানা পুলিশের মাদক উদ্ধারকারী টিম। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রুবেল এর বিরুদ্ধে মাধবদী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
এদিকে স্থানীয়রা জানান, টেকনাফ পৌরসভা ২নং ওয়ার্ড পুরাতন পল্লান পাড়া এলাকায় মোঃ রুবেলের নেতৃত্বে একটি মাদক ব্যবসায়ী সিন্ডিকেট হয়েছে। রুবেল গ্রেফতার হওয়ার খবর শুনে সিন্ডিকেটের অন্য সদস্যরা আত্মগোপনে রয়েছে বলে জানা যায়।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-