আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল ◑
কক্সবাজারের উখিয়ায় চলন্ত বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে বাসটি আংশিক পুড়ে গেলেও বাসে থাকা যাত্রীরা রক্ষা পেয়েছে।
২৮ ফেব্রুয়ারী (শুক্রবার) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ব্যাটারির শর্টসার্কিট হয়ে আগুন ধরতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রত্যক্ষদর্শী শাহজাহান মুঠোফোনে প্রতিবেদককে বলেন, টেকনাফ থেকে আসা কক্সবাজারগামী স্পেশাল সার্ভিস উখিয়া স্টেশন জামে মসজিদ সামনে পৌঁছলে আচমকা আগুন ধরে যায়। তখন থাকা যাত্রীরা প্রাণ বাঁচাতে গাড়ির জানালা দিয়ে বাইরে লাফ দিয়ে আগুন থেকে রক্ষা পেলেও কয়েকজন যাত্রী লাফ দিতে গিয়ে আহত হন। এতে করে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হতে দেখা গেছে।
উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এমদাদুল হক জানান, চলন্ত গাড়িতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনার ফলে বড় ধরনের দূর্ঘটনা ঘটেনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-