আ’লীগ সমর্থিত প্যানেলকে বিজয়ী করার আহবান জানিয়েছেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া

নিজস্ব প্রতিবেদক ◑
কক্সবাজার আইনজীবী সমিতির আজকের নিবার্চনে ১৭ টি পদের ১৭ জন প্রার্থীকে জয়যুক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ব্যারিস্টার বিপ্লব বড়–য়া।

আওয়ামী লীগ সমর্থিত প্যানেল বিজয়ী হলে বার ভবণ নিমার্ণসহ আইনজীবীদের সম্ভাব্য সবকিছু করা হবে বলেও প্রতিশ্রতি দেন।

তিনি বলেন, বিজয় উপহার দিতে পারলে বিজয়ী প্যানেল নিয়ে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দেওয়া হবে। সেখানে আইনজীবীদের চাওয়া পাওয়া নিয়ে আইনজীবীরাই কথা বলবেন।

তিনি বলেন, কক্সবাজারে আজকের যে আইনজীবী ভবন এটি শেখ হাসিনার অবদানে হয়েছে। এছাড়াও জেলা বারের কাযার্লয়টিও ১৯৯৪ সালে আওয়ামীলীগ সরকারের আমলে নিমার্ণ হয়েছে। এ পেশার সাথে জড়িত মানুষদের গুরুত্ব তিনি বুঝতে পেরেছেন বলে তাদের দাবী দাওয়া পূরণ করেছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অঞ্চলের মানুষদের প্রতি অত্যন্ত আন্তরিক। কক্সবাজারের যেরকম উন্নয়ন প্রকল্পের কাজ হচ্ছে এটির মাধ্যমে শুধু কক্সবাজারের নয়, সারাদেশের মানুষের উন্নয়ন হবে। নানাবিধ কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারকে বিশেষ গুরুত্বের সাথে দেখেন। আপনারাও প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিকতা দেখাবেন, আওয়ামী লীগ সমর্থিত প্যানেলকে বিজয়ী করবেন।

সারাদেশে বার কাউন্সিল গুলোতে আওয়ামীলীগ সমর্থিত প্যানেলের বিজয় হচ্ছে, গতবারের নিবার্চনের মতো এবারও কক্সবাজারে আওয়ামীলীগ সমর্থিত প্যানেলকে বিজয় করার আহবান জানান বিপ্লব বড়–য়া।

আরও খবর