কক্সবাজারের রামুতে সাড়ে ৫ কেজি গাজাসহ ৩ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন ( র্যাব)।
আটককৃতের বাড়ী রামু থানার হাসপাতাল পাড়ার মোঃ আবু তাহেরের ছেলে মোঃ আবু তালেব (২৩, ঈদগড় বড়বিলের মৃত আবুল কাশেমের ছেলে মোঃ ফারুক (২৭) এবং কক্সবাজার সদর থানার পূর্ব নাপিতখালীর মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ হোছাইন (২৮)। এ ঘটনায় একজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে দাবী র্যাবের। উদ্ধারকৃত গাজার মূল্য আনুমানিক পঞ্চান্ন হাজার টাকা।
২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার ৭ সন্ধ্যায় রামু থানার হাসপাতাল পাড়া এলাকা থেকে এদেরকে সাড়ে ৫ কেজি গাজাসহ আটক করা হয়।
র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাজা বিক্রির সময় এদেরকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত গাজাসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানিয়েছেন র্যাবের এ কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-