অনলাইন ডেস্ক ◑ জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকারের বিয়েতে মোবাইল চুরি নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এতে সৌম্যর বড় ভাইসহ বেশ কয়েকজন আহত হন। বুধবার রাতে খুলনা ক্লাবে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
সৌম্য সরকারের মামা স্বদেশ কুমার সরকার বলেন, প্রচণ্ড ভিড়ে গেট দিয়ে ঢোকার সময় দ্বীনবন্ধু মিত্র নামে এক বরযাত্রীর মোবাইল চুরি হয়। এরপর সৌম্যর বাবা, বন্ধু অলিসহ স্বজনদের সাতটি মোবাইল চুরি হয়। চোরদের হাতে নাতে ধরে ফেললে খুলনা ক্লাবের কর্মচারীরা আমাদের ওপর হামলা চালান।
সৌম্যর বড় ভাই আহত প্রণব কুমার সরকার জানান, চুরি হওয়ার পর মোবাইল নম্বরে কল দেওয়া হয়। এ সময় একজনের কাছে মোবাইল বেজে ওঠে। তাকে আটক করে তল্লাশি চালিয়ে পাঁচটি মোবাইল উদ্ধার করা হয়।
সদর থানার ওসি আসলাম বাহার বুলবুল বলেন, এ ঘটনায় দুইজনকে আটক করে থানায় রাখা হয়েছে। এছাড়া খুলনা ক্লাবে পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-